প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৪, ২:৪৬ পি.এম
ভোট প্রদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র্যাব ডিজি
নির্বাচনে ভোট প্রদানে কেউ বাধা দিলে ও নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনি নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, অপ্রীতিকর পরিস্থিতি শতভাগ বন্ধ করা কঠিন। প্রায় সব দেশেই নির্বাচনের আগে নাশকতার সৃষ্টির ষড়যন্ত্র চলে। সনির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, সবাই যেন ভোট দিতে পারে তার জন্য র্যাব প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে ৭০০ পেট্রোলিং টিম আছে, আমাদের ওআইভিএস প্রজুক্তি রয়েছে। নির্বাচনের দিন এক কেন্দের ভোটার অন্য কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান র্যাব ডিজি। বহিরাগত কেউ এলে র্যাবের ওআইভিএস প্রযুক্তি দিয়ে শনাক্ত করা হবে বলে জানান তিনি৷
ভোট দেওয়া বা না দেওয়া সবার ব্যক্তিগত অধিকার উল্লেখ করে র্যাব ডিজি বলেন, কাউকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিতে কাজ করবে র্যাব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com