শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
মঠবাড়ীয়া উপজেলার ব্র্যাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ শে নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়্যম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আলমগীর আকন,যুবউন্নয়ন কমর্কতা এবং কাজী পরোহিত উপস্থিত ছিলেন।
উক্ত সভাটি পরিচালনা করেন এ্যাড: মোঃ জাহাঙ্গীর হোসেন জেলা ব্যবস্থাপক পিরোজপুর আঞ্চলিক কার্যালয় পিরোজ পুর,অনুষ্ঠানটি সাবিক সহযোগিতা করেন মোঃ আব্দুর রশিদ এ্যাসোসিযেট অফিসার মঠবাড়ীয়া পিরোজপুর সহ গণমাধ্যম কর্মী ও ব্র্যাক এনজিও কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
সমন্বয় সভা অনুষ্ঠানে বক্তারা বলেন”বাল্য বিবাহ হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা,বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।