উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টার সময় ঝাঁপা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু’র সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোছাঃ সেলিনা খাতুন। এসময় আরও ইউপি সদস্য আব্দুল কাশেম, মাহাবুব রহমান, তাজু হোসেন, খালেদুর রহমান টিটো, সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, জামাল হোসেন, মিজানুর রহমান, আবু মূসা, সংরক্ষিত ইউপি সদস্য শাহিনারা খাতুন, আবেদা খাতুন, আন্না খাতুন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওসার আহমেদ, সমাজসেবক মাওলানা আব্দুর রহমান, চণ্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, রাজগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, তথ্য সেবা কেন্দ্রের পরিচালক তোহামী ইসলাম সোহাগ, এনজিও কর্মী কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে সর্বমোট বাজেট ১ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ৭০০ টাকা। রাজস্ব হিসাবে প্রাপ্ত আয় ২৩ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। উন্নয়ন হিসাবে প্রাপ্তি আয় ১ কোটি ৩৬ হাজার ৩০০ টাকা। এই বাজেটে সমাপ্তি জের ১ লক্ষ ৭৬ হাজার ২৫৪ টাকা। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান সামছুল হক মন্টু ঘোষিত বাজেট বাস্তবায়ন ও ঝাঁপা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন।