উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
সোমবার (১৭ জুলাই) যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলামকে (নৌকা মার্কা) পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক (চশমা মার্কা) বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুর রাজ্জাক চশমা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৫৯৬১ এবং মাস্টার জহুরুল ইসলাম নৌকা মার্কা নিয়ে ৪৯১২ ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অন্যান্যরা হলেন- মাস্টার ফরিদ উদ্দিন (আনারস মার্কা) ২৬৭২ ভোট এবং তরিকুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) ১৫৩০ ভোট পেয়েছেন।
ইভিএম পদ্ধতিতে এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ নির্বাচনে।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অত্যন্ত স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ বলেছেন- এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। হরিহরনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২২৬ জন। এরমধ্যে ১৫১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার ইভিএমের মাধ্যমে প্রয়োগ করেছেন। এরমধ্যে ১৫০৭৫ ভোট বৈধ এবং ৩৮ ভোট অবৈধ। ভোট পড়েছেন শতকরা হারে ৭১.২০। এ নির্বাচনে ৩ জন ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই ২ জন এএসআই সহ ৭ জনের একটি মোবাইল টিম প্রতি তিনটি কেন্দ্রে দায়িত্বে ছিলেন। এ ছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, ১ জন ইন্সেপেক্টরের নেতৃত্বে ৭ জনের একটি টিম উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভোট গ্রহণ কাজে ৯ জন প্রিজাইডিং ৬১ জন সহকারী প্রিজাইডিং ও ১২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।