মণিরামপুর প্রতিনিধিঃ
বিদ্যালয়ের জমি ছাড়াও অতিরিক্ত ব্যক্তি মালিকানা আড়াই শতক জমি দখল করে যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।অভিযোগকারি ও জমির প্রকৃত মালিক হানুয়ার গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মিজানুর রহমান বলেন- আমি দেশের বাইরে অবস্থান করার সুযোগে, আমার আড়াই শতক জমি দখল করে হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন তৈরি করেছে। যার খতিয়ান নং- ৭০১, এস.এ দাগ নং-১৮৫৫, আরএস দাগ নং-১৯৪০, হাল খতিয়ান নং- ১৩৩০। আমাকে কোনো প্রকার জানায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা এ বিদ্যালয়ের দাতা সদস্যপদে বহাল আছেন, তাদের কোনো জমি এই বিদ্যালয়ে দান করা নেই। তারা জোর পূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের দাতা সদস্যপদ ও বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আছেন। স্থানীয় এই অসাধু চক্র আমার জমি দখল করাই দিয়ে, সেই জমির উপর উল্লেখিত বিদ্যালয়ের নতুন ভবন করাতে সহযোগীতা করেছে। আমি এই জমি উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক শিক্ষা অফিস, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেছি এবং সার্ভেয়ার দ্বারা মাপার পর সীমানা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি। আমি, আমার জমি উদ্ধারের জোর দাবি করছি। এব্যাপারে সার্ভেয়ার মোঃ সাবুল হোসেন বলেন- আমি ওই জমি মাপার পর, ওই জমির সীমানা নকশা আকারে নির্ধারণ করে দিয়েছি এবং জমি মাপার ব্যাপারে কোনো ভুলত্রুটি নেই।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।