উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
মণিরামপুরে আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মণিরামপুর উপজেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান বারী। রোববার তিনি বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, মশ্বিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, সবাইকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা।