উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মাঠে ধান কাটতে গিয়ে জমির মালিক খেতে লাশ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। উপজেলার রাজগঞ্জের জোঁকা ঈদগাহ সংলগ্ন এলাকার স্থানীয় আইয়ুব আলীর ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ লাশের কোন পরিচয় সনাক্ত করতে পারেনি। লাশের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাম কানের নিচের ক্ষত থেকে রক্ত ঝরছে। স্থানীয়দের ধারণা, রাতে কেউ লোকটিকে এখানে ধরে এনে হত্যা করে লাশ ফেলে গেছে। স্থানীয় জোঁকা ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জোঁকা গ্রামের আইয়ুব আলী দীঘিরপাড়-জোঁকা পাকা সড়কের পাশে নিজের জমিতে পাকা ধান কাটতে যান। এরপর জমিতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নিহত লোকটি আমাদের এলাকার না। এজন্য কেউ তাকে চিনতে পারছেন না। লাশের ডান পা হাটু থেকে ভাজ করা। বাম কানের নিচে ও বুকে চাকুর আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে। স্থানীয় আনিছুর রহমান বলেন, লোকটিকে রাস্তার পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধান খেতের মাঝখানে রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধান গাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তাঁরা আর ধান গাছে কাচি দেননি। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার প্রতিনিধিকে বলেন, ধারণা করা হচ্ছে লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।