সজীব মোল্লা :
ফরিদপুরের মধুখালীতে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা অফিসের আয়োজনে অ্যাথলেটিকসপ্রতিযোগিতা,গ্রামীন খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন। গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা শাহিন সুলতান রাজা । উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ওশিক্ষার্থীবৃন্দ।