মোঃ সজীব মোল্লা, মধুখালী থেকেঃ
গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য ধরে রাখতে ও তুলে ধরতে ফরিদপুরের মধুখালীতে নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের আয়োজনে পবিত্র মাহে রমজন পরবর্তী বর্ষবরণ -১৪৩০ বাঙ্গাব্দ ও ৯ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল বুধবার সকাল ৯ টায় পৌরসদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গনে নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মঞ্চ পরিচালনা উপকমিটির আহবায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবিরউদ্দিন মোল্যা, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস
চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা, আওয়ামীলীগের সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড,আলীউজ্জামানখোকন,সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া,আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার
গোস্বামী, মোঃ নজরুল ইসলাম,ওয়ার্কার্স পাটি নেতা মনোজ সাহা,নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সুভাষ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
৯দিন ব্যাপি বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধন পরবর্তী মেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে চিনিকল সড়কসহউপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মেলা মাঠে প্রত্যাবর্তন করে ।মেলায় প্রায় ৩ শাতাধিক বিভিন্ন স্টল বসেছে । মেলা চলবে ২৬ এপ্রিল থেকে ৪ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত।