এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে খাস জমি অবৈধ দখলের উচ্ছেদ অভিযান শুরু, প্রশাসন ভেঙে দিলো স্হাপনা। বৃহস্পতিবার (২৮ নবেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছেন প্রশাসন। এতে ১৫ টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে, একথা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রশাসন । এসময় সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোওশন আহমেদ এর পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার ইউএনও উজ্জ্বল রায়,মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার মোঃ ওলিদুজ্জান, মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমান, মধ্যনগর সহকারী ভূমি অফিসার মোঃ সারোয়ার হোসেন। জানা যায় মধ্যনগর মৌজার ২৪১৯ দাগে সরকারের কতৃপক্ষের অনুমতি অনুসারে, মোঃ আবুল হাশেম ৬ শতাংশ জায়গা বন্দোবস্ত পান। এবং সরকার তাকে দখল বুঝিয়ে দিন, দখল অনুযায়ী আবুল হাশেম ভোগদখল করে আসছেন। অভিযান চলাকালে দখলদার আবুল হাশেম বলেন, আমরা ১৫ বছর ধরে বৈধতার সহিত নিয়ম অনুযায়ী বন্দোবস্তো পেয়ে সরকারকে খাজনা দিতেছি, আমাদেরকে অন্যায় ভাবে উচ্ছেদ করা হচ্ছে। দখলদার বিল্লাল হোসেন বলেন, আমরা সরকার কতৃক কাগজ মূলে, সরকারের আইন মেনে সময় মতো খাজনা পরিশোধ করে আসছি, অথচ আমাদের ঘরগুলি ভেঙে পেলা হচ্ছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। তাই সরকারের কতৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন আমাদের জায়গা আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিবেন।
অভিযানটি জেলা প্রশাসকের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযানটি বসতি স্থাপনা ভেঙে ঘুরিয়ে দিলেন প্রশাসন। এবিষয়ে ভূমি কমিশনার মোঃ ওলিদুজ্জান বলেন, অবৈধভাবে যারাই দখলে আছে, পর্যায়ক্রমে অভিযানের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা হবে, এবং সরকারি স্হাপনা নির্মাণ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোওশন আহমেদ বলেন, ভূমি অফিসের সমনে ১৩ শতাংশ জায়গায় ১৫ টি পরিবার অবৈধভাবে ১৪ বছর যাবত বসবাস করে আসছে। অবৈধ দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
২৮/১১/২৪