এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে নোয়াগাঁও দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক এর নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে বংশীকুন্ডা বাজারে( ২৮ জানুয়ারী) শনিবার বিকাল ৩ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করে দুর্নীতির এ বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে অংশ নেওয়া ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং প্রাক্তন সহকারী শিক্ষক মাও.আব্দুল আজিজ বলেন- মো.সোহেল রানা (কৃষি শিক্ষক) ২০১০ সালে এনটিআরসিএ কর্তৃক প্রাপ্ত জাল নিবন্ধন সনদ দেখিয়ে ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ পান। সম্প্রতি এনটিআরসি কর্তৃক সনদ যাচাই প্রক্রিয়া শুরু হলে উনার চাকরি হারানোর ভয়ে ভারপ্রাপ্ত সুপারের সহায়তায় স্বাক্ষর জালিয়াতি করে সেটিকে ২০০৪ সালে নিয়োগ দেখিয়েছেন।
সহায়তা কারী ভারপ্রাপ্ত সুপার মো.সোলাইমান হেকিম এবং কৃষি শিক্ষক মো.সোহেল রানা সহ দুর্নীতির সাথে জড়িত সকলের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযুক্ত কৃষি শিক্ষক মোঃসোহেল রানা বলেন আমার উপর আনা অভিযোগ সম্পুর্ন মিথ্যা এবং উদ্যেশ্য প্রণোদিত। নিয়োগ প্রক্রিয়ার সম্পুর্ন বিধি পুরন করেই আমি নিয়োগ পাই এবং দীর্ঘদিন ধরে অত্র প্রতিষ্ঠানে কর্মরত আছি।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মো.সোলাইমান হেকিম বলেন আমি অত্র প্রতিষ্ঠানে ২০১৪ সালে সহকারী সুপার হিসেবে যোগদান করি নিয়োগের ব্যাপারে আমি কিছুই জানি না।আমার উপর আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।