এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ভাতের সীমান্ত ঘেষা এলাকার বান্দ্রা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধি আদিবাসী হাজং কিশোরীকে, জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে, ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় বান্দ্রা গ্রামে,বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গত ৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় দর্ষণের চেষ্টার অভিযোগে, একই গ্রামের দুই মুসলিম যুবক, রফিক মিয়া ও শাহাদাত মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মধ্যনগর থানায় মামলা হয়েছে। আরও জানা যায় যে, ঘটনার সময় প্রতিবন্ধি কিশোরী হাঁস খুজতে বাড়ির পিছনে গেলে ঐ দুই যুবক কিশোরীকে ঝাপটিয়ে ধরে প্রায় ৫০০ গজ দূরে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চলায়,এসময় কিশোরীর মুখ বাধা ছিলো। দস্তাদস্তির এক পর্যায়ে মুখের বাধন খুলে যায়, এবং প্রতিবন্ধি কিশোরী চিৎকার চেচামেচি শুরু করলে, তার ভাই ও আশপাশের লোকজন ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করেন। এসময় ধর্ষণকারীরা দৌড়ে পালিয়ে যায়, ঘটনার পরক্ষনেই মোঃ হেলাল মেম্বার ও মোঃ শিরো মেম্বার সহ উপস্থিত মাতবরগন ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে এর কোন সোরাহা না পেয়ে, ১১ নভেম্বর শুক্রবারে ভিক্টিম প্রতিবন্ধি কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ ১২ নভেম্বর শনিবারে অভিযান চালিয়ে রফিক মিয়াকে গ্রেফতার করে আদালতে পেরণ করছেন। আসামি শাহাদাতকে পুলিশ এখনো প্রফতার করতে পারনি। মানববন্ধনে অংশ গ্রহনকারী নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, এই ন্যাকার জনক ঘটনার আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি, যাহাতে দুষ্টু প্রকৃতির লোকজন সাবধান সতর্ক করার লক্ষে ও সকল সমাজের নারীদের সম্ভ্রম রক্ষার দাবিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের জোর দাবী জানাচ্ছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।