এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ১৪ পুরিয়া গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। ১ নবেম্বর শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে মধ্যনগর থানার ওসি সজীব রহমান এর দিকনির্দেশনায়, এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্স সহ এসআই তপন চন্দ্র দাস, এএসআই মোঃ মহিনুর, মোঃ সম্রাট আলী, মোঃ নাদিম হাসান সহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী দীনবন্ধু সরকারের বাড়ির উঠান হইতে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতি পিছ মূল্য ৩০০ টাকা করে, মোট ১৩ হাজার ৫০০ টাকা। ১৪ টি পুরিয়া গাঁজা, যাহার মূল্য অনুমান-১,৫০০ টাকা এসব মাদক দ্রব্য উদ্ধার করিয়া, মাদক ব্যবসায়ী নয়ন সরকার (২৪) পিতা-নারায়ন সরকার, সাং-বাসাউড়া, দীনবন্ধু সরকার (৬৮), পিতা-মৃত উপেন্দ্র সরকার, সাং-বাট্টা, কাজল সরকার (৩০) পিতা-রাজকুমার সরকার, সাং-ঘাষি, সকলেই ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। রাসেল মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল সালাম, সাং-গুটমন্ডল, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয় । পরে থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে ওসি সজীব রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণে কোনধরনের ছাড় নাই, আমরা মাদকের বিরুদ্ধে সবসময়ই কঠোর আছি ।
এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
০২/১১/২৪