সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জগদীশপুর মৌজার উব্দাখালীর তৃতীয় খন্ডের উন্মুক্ত নদীতে একটি প্রভাবশালী মহল বাঁধা দেওয়ায় ১৪ গ্রামের মৎসজীবি পরিবার পরিজনদের নিয়ে অনাহারে দিনকাটাচ্ছে। এবিষয়ে মৎস্যজীবিরা গত ২৯ অক্টোবর রবিবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।পরবর্তীতে সোমবার (৩০শে অক্টোবর) অনিল চন্দ্র বর্মন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়,মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার( ভূমি) অলিদুজ্জামানের নির্দেশে সার্ভেয়ার মোনায়েম খানের নেতৃত্বে একটি তদন্ত টিম মঙ্গলবার দুপুরে সরেজমিনে তদন্ত করতে আসে। তদন্ত শেষে নদীটি ইজারার অদীনে নেই বলে জানান তিনি। সেইসাথে বিশৃঙ্খলা এড়াতে উভয়পক্ষকে উপজেলা ভূমি কমিশনারের কার্যালয়ে ডাকেন, সেই সাথে কোন পক্ষই মাছ না ধরতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তদন্ত টিম। এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তবে এখন আর আমার কাছে নাই, বিষয়টি ভূমি কমিশনার দেখবেন। অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার অলিদুজ্জামান বলেন,এবিষয়ে আমি দুই পক্ষকে ডেকছি এক পক্ষ এসেছিল, অন্য পক্ষ আসেনি আমি এর দ্রুত ব্যবস্হা নিচ্ছি।