এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক ভারসাম্যহীন পাগল মহিলার কোলে জন্ম নিলো ছেলে সন্তান, ১৮ নভেম্বর শুক্রবার দিন গত রাত সোয়া ১১ টার দিকে
মধ্যনগর বাজারের পাহারাদার রাশেন্দ্র মালাকার, থানায় হাজির হয়ে পাগলীর গর্ভের জন্ম নেয়া নবজাতকের কান্না শুনতে পাই, ও মধ্যনগর বাজারে শহীদ মিনারের সামনে পাগল মহিলার বাচ্চা প্রসব হয়েছে এবং নবজাতক বাচ্চা কান্না করছে। বাচ্চার আশেপাশে দেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করছে। সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক মধ্যনগর থানার সঙ্গীয় ফোর্স এসআই শামীম আল মামুন, এএসআই আব্দুল আজিম সহ তথায় ঘটনা স্থলে উপস্থিত হলে, পাগল মহিলাকে অচেতন অবস্থায় দেখতে পায় ও তাহার গর্ভের প্রসবকৃত বাচ্চার কান্না করতে দেখে, এসআই শামীম নবজাতক ছেলে বাচ্চাকে তাহার দুই হাতে তুলে নেন। বাচ্চার প্রসব হওয়ার পর বাকী কাজ সমাপ্ত করার জন্য আশপাশে কোন মহিলা না পেয়ে মটরসাইকেল যোগে দ্রুত চলে যায় মধ্যনগর মা ও শিশু হাসপাতালে গিয়ে নার্স প্রিয়াংকা ভৌমিককে নিয়ে আসেন ও বাচা প্রসবের পর বাকী কার্যক্রম নার্স সম্পন্ন করেন। এক পর্যায়ে আশেপাশের অনেকেই, প্রসব কৃত নবজাতক ও পাগল মহিলার জন্য কাপড় নিয়ে আশে।রাতের বেলা কোন বাহন না থাকায় নবজাতক বাচ্চা ও নবজাতকের গর্ভধারনী মা পাগল মহিলাকে ঠেলা গাড়ী ও মটর সাইকেল যোগে মধ্যনগর মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নবজাতক ছেলে বাচ্চা ও নবজাতকের পাগল মা সুস্হ আছে। সবাই নবজাতক ও তার গর্ভধারনী মায়ের জন্য মানবিক ও,সি মোঃ জাহিদুল হক সকালের কাছে দোয়া চেয়েছেন । উক্ত মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি এসআই শামীম আল মামুন ও নার্স প্রিয়াংকা দিদিকে। তাদের মানবিকতা আমাকে অভিভুত করেছে।