এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন এর সীমান্ত ঘেষা মহেষখলা বাজারে দীর্ঘ দিন পুর্বে প্রতিষ্ঠিত কালীমন্দিরে কালীপূজা ও তদোপলক্ষে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শনিবার মধ্যরাতে কীর্তনগান ও পশু বলিদানের মধ্যদিয়ে পুজা উৎসবের শুরু হয় সারাদিনব্যাপী অনুষ্ঠান চলে। বিভিন্ন জায়গা থেকে মানত করা পশু নিয়ে লোকজন মন্দিরে এসে পশু বলিদান করে
পূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই বাজারে গ্রামীণ মেলা হয়ে আসছে।সনাতন ধর্মাবলম্বী ও উপজাতি লোকজনের পাশাপাশি বিভিন্ন ধর্মের নারী পুরুষ মেলা দেখতে ভীড় জমায়।
উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন-প্রতিবছর ফাল্গুন মাসের ১ম শনিবার এই কালীপূজাটি উদযাপিত হয়।পূজাকে কেন্দ্রকরে গ্রামীণমেলা বসে।মেলায় দূরদূরান্ত হতে দোকানীরা এসে দোকান বসায়।
মহেষখলা বাজার কমিটির সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুন্নবী তালুকদার বলেন-প্রতিবছরের ন্যায় এই বছরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূজা ও মেলা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোন অবনতি হয় নি।আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা সমাপ্ত হবে।