মধ্যনগর(সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসী কবরস্থান দখলের অভিযোগ এনে , টেপিরকোনা গ্রামের আসাদুজ্জামান রোকন ও তার বড় ভাই মিলন এর বিরুদ্ধে, ১৮ মে বৃহস্পতিবার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের রুকন ও তার বড় ভাই মিলন কবরস্থান দখলের পাঁয়তারা চালানোর প্রতিবাদে এ অভিযোগ উঠেছে । এবিষয়ে আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসীর কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ রঙ্গুমিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ ৯ সদস্য বিশিষ্ট যৌথ স্বাক্ষরে, লিখিত অভিযোগ দায়ের করেন। আরও জানা যায় আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসী কবরস্থানের জন্য উত্তর দৌলতপুর মৌজার, ৩৭৩ নং খতিয়ানের, ৮৭ দাগের, ১ একর ৩০ শতাংশ ভূমি খরিদ করে, কবরস্থান এর নামে রেকর্ড করিয়েছে। অথচ টেপিরকোনা গ্রামের কবরস্থানের নামে সরকারি বরাদ্দ কৃত ৫ লাখ টাকার কাজ শুরু হয় , এই মর্মে আসাদুজ্জামান রোকন তাদের কবরস্থান দাবী করে সরকারি ৫ লাখ টাকার বরাদ্দের কাজ ঠিকাদারির মাধ্যমে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ অপু নামে ঠিকাদার গত ১৭ মে বুধবার শুরু করে। এর পর অবৈধ কবরস্থান দখলের প্রতিবাদে এ লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আসাদুজ্জামান রোকন কে জিজ্ঞেস করলে,তিনি বলেন,এ কবরস্থান আদি আমল থেকেই টেপিরকোনা গ্রামের দাবী করেন এবং তার অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে । এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, কবরস্থানের দ্বদ্দ্ব নিয়ে অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।