মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চোরাকারবারি ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায় দির্ঘদিন ধরে তারা কালবাজারে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সহ বিভিন্ন অবৈধভাবে মালামাল পাচার করে থাকে । গত ১৭ জুলাই তাদের বিরুদ্ধে একটি চোরাচালানের মালা রুজু হয়, এবং এর প্রেক্ষিতে (১৩ আগস্ট) রবিবার ভোরে এসআই মোঃ মশিউর রহমান, এএসআই মোঃ আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানার মামলা নং-০১, ১৯৭৪ এর আসামী গ্রেফতার করেছে। চোরাকারবারীদের মধ্যে মির্জাপুর গ্রামের মোঃ মিরাজ আলীর ছেলে মোঃ নুর আলী (৩৫) চান্দালীপাড়া গ্রামের মৃত আঃ বারেকের ছেলে মোঃ আলী হোসেন (৪৩) মির্জাপুর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মোঃ মহসিন আলী (৩৫) কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, এলকার একটি সঙ্গবদ্ধ সেন্টিগ্রেড দলের সদস্য হিসেবে বিভিন্ন মাদক দ্রব্য সেবন ও বেচাকেনা সহ বিভিন্ন মালামালের নৌকা চলাচলের সময় নৌকা আটকে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ছাত্রলীগের নেতা যুবলীগের নেতা ও নামধারী সাংবাদিক এর মওদুদে এ সন্ত্রাসী চক্রটি গড়ে উঠেছে। তাই এলাকাবাসী এদের কাছ থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছে।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক বলেন, এদের বিরুদ্ধে চোরাচালানের মামলার দায়ে গ্রেফাতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২