শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মধ্যনগরে ছাত্রলীগের সহসভাপতি কবির খাঁ গ্রেফতার

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

 

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ কবির খাঁ(৩০) মধ্যনগরে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নবেম্বর) দুপুর পৌনে ১ টার সময় মধ্যনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে, মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মধ্যনগর থানার এসআই মোঃ আলমগীর হোসেন, এসআই বিকাশ সরকার, এএসআই মোঃ মহিনুর, এএসআই মোঃ আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন। নিষিদ্ধ ছাত্রলীগের উস্কানীমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানো সহ, এবং ঐদিন ৩৫ থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী গোপন বৈঠকে বসার প্রস্তুতি নেয়। এরপরে বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চিরুনী অভিযান চালায়। পুলিশ সূত্র জানায় যে, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যহত করার লক্ষ্যে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও আওয়ামীলীগ সরকার পতনের পর, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের উদ্দেশ্যে, মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ন স্থাপনা ও সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষয়ক্ষতি করা সহ আত্মঘাতি মূলক কাজ করার জন্য প্রস্তুতির পরিকল্পনা, এবং গোপনে বৈঠক করিয়া আসিতেছিল। উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহতি করিয়া, এসআই আলমগীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান করিয়া সদর ইউনিয়নের, মাছুয়াকান্দা গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে, মোঃ কবির মিয়া উরফে কবির খাঁ (৩০) কে থানা হাজতে আটক করা হয়েছে।
এছাড়াও উক্ত আসামী সহ আরও ১৬ জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা পলাতক আসামী আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এসআই মোঃ আলমগীর হোসেন বাদী হইয়া থানায় লিখিত এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-৬, তারিখ- ২৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-৬৮, তারিখ- ২৭ নভেম্বর, ২০২৪ রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আসাদুল ইসলাম উক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ কবির মিয়া উরফে কবির কে ২৮ নবেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
২৯/১১/২৪

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com
<p>কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।</p>