এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা তৃণমূল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ৩ টার সময় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সম্রাট মিয়ার সভাপতিত্বে, শামীম আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন,
ইউনিয়ন বি এন পির সদস্য আবুল কাশেম, সদস্য সাহেবুর আলম,মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সুজন মিয়া, যুবদল নেতা,কবির হোসেন, যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,সদস্য এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদ মিয়া ,সদস্য রুবেল তালুকদার, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নেকবর মিয়া প্রমোখ। উক্ত সমাবেশ সভায় বক্তারা বলেন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন নবগঠিত কমিটিতে অরাজনৈতিক লোকদের রাখা হয়েছে। মাঠে থেকে যারা, রাজনৈতিক মামলা হামলার শিকার হয়ে,জেল হাজত কেটেছে ,মামলায় নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তারা এসব কথা বলেন।এছাড়াও ত্যাগী কর্মিদেরকে গুরুত্বপূর্ণ পদ-পদবী এবং সিনিয়রদের যথাযথ মর্যাদায় রাখতে হবে। আওয়ামী লীগের নেতাদের পৃষ্ঠপোষকে এবং ছায়া তলে থেকে, অসামাজিক কর্মকান্ডে লিপ্ত লোকদের পদ-পদবী দিয়ে কমিটির অনুমোদন দেওয়ার প্রতিবাদে সোচ্চার থেকে, আরও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। এবং অতিবিলম্বে অনুমোদিত কমিটি স্থগিত করার দাবি করেছেন তৃনমুল নেতারা ।