মধ্যনগর(সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ভাটির রাজধানী নবগঠিত মধ্যনগর উপজেলায়,পানির অভাবে বিপাকে হাওর পাড়ের মানুষ। নদী থেকে হাওরে পানি প্রবেশের জন্য, বাঁধ কাটার সিদ্ধান্ত নিয়েছেন পানি উন্নয়ন বোর্ড পাউবোর। গত ১৮ মে বৃহস্পতিবার বার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় হাওর রক্ষা বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নাহিদ হাসান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন পাউবোর মনিটরিং অফিসার এসও সানোয়ার আহমেদ, ওসি মোঃ জাহিদুল হক নাজমুল, চেয়ারম্যান নূরনবী তালুকদার, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কৃষক প্রতিনিধি ও যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান, সাংবাদিক আতিক ফারুকী, কুতুবউদ্দিন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, হাওর পাড়ের মানুষ পানির অভাবে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে,বিপাকে পড়েছে ধান ক্রেতা ও বিক্রেতা। যেমন জ্যৈষ্ঠ মাসেও নদীতে পানি না থাকায় বিঘ্নি হচ্ছে গ্রাম অঞ্চলের মালামাল আনা নেওয়ায়। এছাড়াও হাওর গুলি শুকিয়ে চৌচির হয়ে মাছের প্রজন্ম বিনিষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ধান মাছের ভান্ডার হিসেবে পরিচিত মধ্যনগর হাওর এলাকা। ধান এবং মাছের জন্য উল্লেখ যোগ্য মোকাম ও বানিজ্যিক এলাকা হিসেবে দেশের সকল জেলাতেই পরিচিত। পানি না থাকায় ব্যবসায়ী সহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে সীমাহীন। যেমন এ এলাকার মানুষ ধান মাছের উপর নির্ভরশীল,যানবাহনের ক্ষেত্রেও নৌকাই একমাত্র বাহন,পানির অভাবে বন্ধ রয়েছে নৌ চলাচল । এতে করে ধান খরিদ করতে পারছেনা ব্যবসায়ীরা, তেমনি কৃষকরা পারিবারিক অর্থনৈতিক চাহিদা মেটাতে ধান বিক্রি করতে পারছিনা। এতে ব্যবসায়ীদেরও ধানের আমদানি একেবারেই মান্দা,দেখা দিয়েছে হাট বাজারে অর্থনৈতিক স্থবিরতা।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২