মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাইয়ের দায়ের কোপে বোন হনুফা আক্তার(২৫) নামে এক নারী গলা কাটা গুরুতর জখম হয়েছে, ঘটনা স্থলে জনতার হাতে আটক কৃত, ঘাতক ভাই মোস্তফাকে পুলিশ গ্রেফতার করেছে । এছাড়াও আহত হনুফাকে ময়মনসিংহের হাসপাতালে রেফার্ড করেছে কলমাকান্দা উপজেলা হাসপাতালের কর্মরত চিকিৎসাকরা । তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ভাই মোস্তফা(৩৫)কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (২৭) অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়,আর্থিক বিষয়কে কেন্দ্র করে দুই ভাই বোনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রেগে গিয়ে বোনের উপর 'দা'দিয়ে কোপ দেয়।সেই কোপ গিয়ে পরে বোনের গলায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হনুফা আক্তারকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।
স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই স্থানীয় লোকজনদের সহায়তায় হনুফা আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি ঘটনার হোতা মোস্তফাকে আটক করে পুলিশকে খবর দেই।
মধ্যনগর থানার উপপরিদর্শক মো.শামীম আল মামুন জানান,ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাইকে আটক করেছি। এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেন বলেন, ঘাতক ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।