মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে ধান পরিবহনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিক মিয়া ও ইব্রাহিম মিয়া নামের দুই সহোদর মোদি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আশিক ও ইব্রাহিম উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমজোড়া গ্রামের সাজল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনা পরদিন সকালে জালাল মিয়া একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাজল মিয়া ও বক্কু মিয়া সহ ১০ জনের নামে লিখিত অভিযোগ করেছেন। এদিকে আহতরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে হ্যান্ডট্রলি করে ধান নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিল আশিক ও ইব্রাহিম। এ সময় বিপরতী দিক থেকে সাজল মিয়ার হ্যান্ডট্রলি আসে। একপক্ষ অন্যপক্ষকে সাইড দিতে গিয়ে সাজল মিয়ার সাথে আশিক ও ইব্রাহিমের বাকবিতন্ডা হয়। পরে আশিক ও ইব্রাহিম ধান বিক্রি করে মোহনগঞ্জ থেকে ফেরার সময় রাত ১০টার দিকে সাজল মিয়ার বাড়ি সামনে পৌঁছালে সাজল মিয়া ও তার ভাই বক্কু মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আশিক ও ইব্রাহিম গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাত দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সকালে আশিক ও ইব্রাহিমের বাবা জালাল মিয়া মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত সাজল মিয়া বলেন, হ্যান্ডট্রলি সাইড দেওয়াকে কেন্দ্র করে তারা (আশিক ও ইব্রাহিম) আমার ভাগ্নেকে মারধর করে। এ ঘটনার জেরে পোলাপান তাদের মারধরে করেছে। আমি কিছু করিনি। এখন অযথাই আমার নাম সামনে আনা হচ্ছে।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।