মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরের পিঁপড়াকান্দা অটো সিএনজি পরিবহন স্ট্যান্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে জনতা সচেতনতার লক্ষ্যে, সমাজের মাদক জোয়া বিভিন্ন অপরাধ অরাজকতা দমন করতে পুলিশকে সহযোগিতা কামনা করে, জনগণের উদ্দেশ্যে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা অক্টোবর বুধবার সাড়ে দশটায় বিটপুলিশিং সভায় অফিসার ইনচার্জ এম এমরান হোসেনের সভাপতিত্বে ও এসআই শামীম আল-মামুনের সঞ্চালনায় অপরাধ দমনের পরামর্শ মূলক আলোচনা করা হয়েছে।
মাদক,জুয়া,বাল্যবিবাহ,ইভটিজিং বন্ধ করা, সমাজের অপরাধ এর বিরুদ্ধে আইনি উদ্যোগ নেয়া এবং সামনে দুর্গা পূজা উৎসব উপলক্ষে পথ যাত্রী যাতায়াতের সময় পরিবহন চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা সহ স্ট্যান্ডে মেবাইলের মাধ্যমে লুডু দিয়ে জোয়া খেলার বিরুদ্ধে কঠোর নির্দেশনা জারি করেন।
সময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেন,এসআই শামীম আল মামুন, মশিউর রহমান,সিএনজি ও টেক্সিকার মালিক সমিতির সভাপতি রনি তালুকদার,শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।