মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের নিবারন সরকারের বসত ঘরে আগুনের ঘটনা ঘটে ।এতে আগুনে পুড়ছে ধান, স্বর্ণ অলংকার, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এবং পাশের বরি সরকারের ঘরের একাংশ ও মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ঘরে লাগানো বিদ্যুৎ এর মিটারে বিস্ফোরণে আগুন ছড়িয়ে টিনের ঘর সহ ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, আগুন অনেকটা ছড়িয়ে গেলে নিবারনের স্ত্রী টের পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন দৌড়ে ঘটনা স্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং পাশে রবি সরকারের ঘরের একাংশ পুড়ে গেছে, সেই সাথে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের দুর্ঘটনার খবর পাওয়া মাত্র মধ্যনগর উপজেলার ইউএনও নাহিদ হাসান খান ঘটনা স্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকা সহায়তা করেন। পরিশেষে সরকারের কতৃপক্ষের সহায়তার আশ্বাস দেন। এসময় ইউপি সদস্য সনেট তালুকদার সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।