এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আলীহারপুর গ্রামের আযম খাঁ (৫৫) বাদী হয়ে মারপিটের অভিযোগে ৪ জনকে আসামি করে ১ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যনগর থানায় মামলা দায়ের করেছে। আযম খাঁ ‘র’ অভিযোগে জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার সময় আযম খাঁ জমি দেখতে গেলে, একই গ্রামের প্রভাবশালী ডাঃ গোলাম মস্তফা (৫০) তরিকুল ইসলাম (৩০) মুন্না মিয়া (২৮) হোসেন মিয়া (৪৫) ঐ সময় তাকে ঝাপটিয়ে ধরে মারপিট শুরু করলে ,আযম খাঁ তখন চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে পৌছাতেই, আসামি গন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এছাড়াও আরও জানা গেছে গত ৩০ নভেম্বর বুধবার ভূমি কেকু জবরদখলকারী প্রভাবশালী ধন্যাট্য গিয়াসউদ্দিন, আব্দুর রব, ডাঃ গোলাম মস্তফা’র’ বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ এনে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক পৃথক ৩ টি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের এর জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ধারনা করছে। ঐ ভূমি কেকু অভিযুক্তরা নিরীহ ভূমি হীনদের জায়গা অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাদের দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকার কতৃক বন্দোবস্তের জায়গা প্রভাবশালীদের দখলে নেওয়ায় ভূমি হীন নিরীহ গরীব দুঃখী অসহায় অবস্থায় সরকারের কতৃপক্ষের সুদৃষ্টি কামনায় ও সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে। নারীজোড়া মৌজার খাস খতিয়ান এর জায়গা ভূমি হীনরা সরকার কতৃক বন্দোবস্ত পেলেও, বঞ্চিত রয়েছে সরকার কতৃক রেজিস্ট্রির মালিকানা ভূমিহীনরা, প্রভাবশালীদের দখলে নিয়েছে ভূমি হীনদের বন্দোবস্তের জমি, জবরদখল করে ভোগদখল করিতেছে। অথচ বন্দবস্ত পেয়েও নিরীহ গরীব অসহায় মানুষেরা অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এবিষয়ে ডাঃ গোলাম মস্তফা বলেন আমদের বিরুদ্ধে অভিযোগটি সঠিক না, আমি ভূমি হীনদের জায়গা দখল করিনি, আমি এখন নামাজ পরবো এবিষয়ে পরে কথা বলবো। মধ্যনগর থানার ও সি মোঃ জাহিদুল হক নাজমুল জানান , আযম খাঁ নামের একজন জমি সংক্রান্ত বিরুদের ঘটনার অভিযোগ পেয়েছি বিষয়টি ক্ষতিয়ে দেখছি।