এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়া নিয়ে মতবিনিময় করেছেন ইউএনও উজ্জ্বল রায়। ২১ নবেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, সোনালী ব্যাংক কর্মকর্তা দিপাংকর তালুকদার, সমাজ সেবা অফিসার তৌফিক ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম মজনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর নবী তালুকদার, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, নবগঠিত মধ্যনগর উপজেলা এখনো অবহেলায় পড়ে আছে। দাপ্তরিক সেবা পাচ্ছে না এলাকাবাসী, যেমন যোগাযোগ ব্যবস্হা,স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্হা থেকে এখনো বঞ্চিত। তাই প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এলাকাবাসীর জোর দাবি।
এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
২১/১১/২৪