এম এ মান্নান, মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মহান বিজয় দিবস যথাযথ মর্যদায় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে, খেলাদুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ টা ২০ শে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,মধ্যনগর থানা, মধ্যনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং দিনব্যাপী বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রী স্কাউট ও দেশাত্মবোধক গান, নিত্য, পরিবেশন করেছে। পরিশেষে আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি মধ্যনগর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, ‘আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণকে, যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন।
এম এ মান্নান,,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২