এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায়, ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ১ টার সময় বি পি স্কুল এন্ড কলেজ হল রুমে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক সাজেদুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, বিশেষ অতিথি, বি পি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, বিশেষ অতিথি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমুল, চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু,বীর মুক্তিযুদ্ধা আঃ জব্বার, এস আই শামীম আহমেদ,বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়, সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।পরিশেষে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, একটা মাদকাসক্ত সন্তান পরিবারের সকলের বুঝা, এলাকার অপরাধ দমন করতে মাদক নিধনের বিকল্প নাই। তাই সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সেই সাথে সমাপনী বক্তব্য রাখেন, কর্মশালার সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক সাজেদুল হক।