মধ্যনগর (সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হযরত আলী বহিষ্কার,এনিয়ে এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড় । যুবদলের সভাপতি হজরত আলীর বিরুদ্ধে দলীয় আচরণ বিধি ভঙ্গ এবং আওয়ামীলীগের (বিদ্রোহী) নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বহস্তে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ায় যুবদল থেকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৮/৪/২০২৩ ইং তারিখে এই যুবদল নেতার বহিস্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশ হওয়ার পর পরই মন্তব্যের ঘরে অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন।
এবিষয়ে মোঃ হজরত আলী যায়যায়দিনকে জানান যে,আমি শুধু ইউনিয়ন যুবদলের সভাপতিই নই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কও আমাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই নিয়ম বহির্ভুত বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।এই বহিষ্কারের জবাব তৃণমূল বিএনপি ফেইসবুকে কমেন্টের মাধ্যমে জানান দিচ্ছে। তাছাড়া একজন উপজেলা যুগ্ম আহ্বায়ককে উপজেলা যুবদলের আহবায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক মিলে বহিষ্কার করার নিয়ম নাই।