এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের ১৬ নভেম্বর বুধবার হরিপুর গ্রামের হরিবাসর সঙ্গের উদ্দ্যোগে অষ্ট প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরন হয়েছে। ১১ তম এই মহা যজ্ঞঅনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে হরিপুর গ্রামের চেয়ারম্যান বাড়িতে। শত শত নারী পুরুষ ভক্তরা ভগবান শ্রী কৃষ্ণের নাম সুধা শ্রবণ করতে দূর দূরান্ত থেকে উৎসব প্রাঙ্গনে আগমন করেন। গত মঙ্গলবার অধিবাস শেষে বুধবার দিন এবং রাত ব্যাপী হরিনাম কীর্তন শেষে ভক্তদের হৃদয়ের অন্তর স্থল থেকে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন। এবিষয়ে এন তালুকদার বাপ্পি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বীর পাপ মোচনের ভগবানের উপসনার মূল পন্থা, এ উৎসবটি আমাদের নিজেদের অর্থায়নে পরিচালিত করে তাকি।