এম এ মান্নান, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়
হাওর ভলান্টিয়ার্স বাংলাদেশ Haor Volunteers Bangladesh এর উদ্যোগে ও ভলান্টিয়ার্স প্রতিষ্ঠাতা অসিম সরকার এর তত্ত্বাবধানে,মধ্যনগর উপজেলার বোয়ালা ও গোড়াডুবা হাওরপারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টার সময়, মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর জোড়খলা থেকে হরিপুর পর্যন্ত ৩০০ করচ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার , মাসকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় সরকার, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক কিরণ তালুকদার,সংস্কৃতিকর্মী আলাউদ্দীন, ব্যাংকার রাজীব দেবনাথ,সেনা সদস্য আশীষ তালুকদার,হাওর ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অসীম সরকার, হাওর ভলান্টিয়ার্স মধ্যনগরের মধ্যনগর উপজেলা শাখার সমন্বয়কারী নিগম ভট্টাচার্য্য,মধ্যনগর ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টা নোবেল সরকার প্রমুখ।
বিশেষ কৃতজ্ঞতা জানাই বিজন তালুকদার, আশিক সাউন,রাজাত বিশ্বাস, আশীষ তালুকদার, অনজান সরকার, জি ডি জয় দত্ত, শাহ সিকান্দার, আহমেদ সাকির, নিগম বট্রাচার্য্য। এছাড়াও অসংখ্য ভলান্টিয়ার কর্মী সারাদিন গাছলাগানোর কাজে সহযোগিতা করেছেন, ভলান্টিয়ার্স প্রতিষ্ঠাতা অসিম সরকার সকল অংশ গ্রহনকারির প্রতি ঋণস্বীকার করছেন।