মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে ১৬০ ঘরের মরা সমবায় সমিতির অর্থ আত্মসাৎ করার পায়তারা, এক পক্ষের সংবাদ সম্মেলন। একই সমিতির একটি মধ্যস্বত্বভোগী চক্র প্রকৃত সদস্যদের বাদ দিয়ে নতুন নামে সমিতি রেজিষ্ট্রেশনের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মরা সমবায় সমিতির ভুক্তভোগী সদস্যরা।
এই সময় সদস্যদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সমিতির সদস্য মাসুদ মিয়া।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় ' ৩৭ বছর পূর্বে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের অবকাঠামোগত উন্নয়ন,গরীব অসহায় মানুষ কে সহায়তা ও মৃত ব্যক্তির দাফন কাপনের সাহায্য করার লক্ষে গ্রামবাসীর অর্থায়নে গঠন করা হয় মরা সমবায় সমিতি। গত তিন বছর আগে সমিতির সর্বশেষ হিসেবে এর অর্থ বেড়ে দাড়ায় অর্ধকোটির মত।
বর্তমানে সমিতির কোষাধ্যক্ষ মরম আলীর নেতৃত্বে একটি মধ্যস্বত্বভোগী চক্র সমিতির সকল সদস্যদের বাদ দিয়ে, কিছু সংখ্যক নতুন সদস্য দিয়ে, ওই সমিতির অর্থ দিয়ে তাদের নামে রেজিষ্ট্রেশনের পায়তারা চালাচ্ছে। গ্রামবাসীর পক্ষ থেকে সকল সদস্যদের অন্তর্ভুক্ত করে রেজিষ্ট্রেশনের দাবি জানালে তা অস্বীকৃতি জানান সমিতির কোষাধ্যক্ষ মরম আলী।
লিখিত বক্তব্যে আরও বলা হয়,' সমিতি গঠনের সময় সদস্য ছিল না এমন ব্যক্তিদের দিয়েও রেজিষ্ট্রেশনের পায়তারা চালাচ্ছে। যা নিয়ম বহির্ভূত, আমরা এর প্রতিকার চেয়ে গত ৬ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি পরবর্তীতে এর কোনো প্রতিকার না পেয়ে চলতি মাসের ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। শুরুতেই যেসকল সদস্যদের নিয়ে মরা সমবায় সমিতি গঠন করা হয়েছিল তাদের কে অন্তর্ভুক্ত করে সমিতি রেজিষ্ট্রেশনের দাবি জানাচ্ছি।
অভিযুক্ত কোষাধ্যক্ষ মরম আলীর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা (অ:দা:) শরীফ আহমদ বলেন, সকল সদস্যরা যদি মিলেমিশে একত্র হতে পারে, তাহলে রেজিষ্ট্রেশনের অনুমতি দেওয়া হবে। নতুবা এই সমিতির রেজিষ্ট্রেশন করা হবে না।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।