মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করেছে এবং ৭ জনকে আটক করেছে। মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নৌকা চিনি সহ ৭ জন চোরাকারবারিকে থানা হাজতে আটক করেছে ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেনের নির্দেশে এবং এসআই মো.ইসমাইল হোসেন ভূঞাঁর নেতৃত্বে মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, এরপরে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের কিনারা হইতে ১টি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকা সহ ১৬১ বস্তা চিনি জব্দ করে ৭ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে মো.মুজিবুর রহমান (৪৫),আইয়ূব আলীর ছেলে জহুরুল আলম (৪২),মো.রমজান আলীর ছেলে মো. কালু মিয়া (৩৩),আব্দুল আলীর ছেলে মো.আহাদ মিয়া (৫৭),কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২),গিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩),লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো.মুক্তার হোসেন (৩৪)
এবিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান-আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে,আইনি প্রকৃয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২