সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, প্রথমবারের মতো মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসিম ত্যাগে এবং লাখো শহীদের জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে এ-ই বিজয়। বিশ্ব দরবারে বাঙালীকে নতুন পরিচয়ে পরিচিত করেছে এদিনটি। ১৯৭১ সালে এ-ই দিনে দখলদার পাক বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বোভৌম হয়েছে বাংলাদেশ। দিবসটির কর্মসূচি ছিলো সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান,ভবন সমূহের জাতীয় পতাকা উত্তোলন এছাড়াও, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা হয়েছে। সেই সাথে মধ্যনগর বাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন, এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ও সি মোঃ জাহিদুল হক নাজমুল সহ মুক্তিযুদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ , শিক্ষক, ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের মানুষ। মহিষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শন এবং সালাম গ্রহন করেন । সাড়ে ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সাড়ে ১১ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দুপুরে থানা হাজত ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, নিজ নিজ সময় অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনায় এবং মুক্তিযুদ্ধের শহীদ আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযুদ্ধের জন্য, মসজিদ, মন্দির, গির্জা,প্যগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করেছে। বিকাল সাড়ে ৩ টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধা সংসদ একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ । সাড়ে ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে ও বি পি স্কুল এন্ড কলেজ এর প্রভাষক পূর্ণীমা চৌধুরী ও ঢুলপুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিব্রীয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, ও সি মোঃ জাহিদুল হক নাজমুল, বি পি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সদর চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার প্রমুখ ##
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।