মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের মোঃ উজ্জ্বল মিয়ার ৫ শত টি হাঁস আকম্ভিক মৃত্যু থানায় অভিযোগ করেছে হাঁস খামারি। হাঁসের মৃত্যুর ঘটনাটি, ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে বিষ কৃয়ায় মৃত্যু হওয়ার সম্ভবনা রয়েছে । খামারী উজ্জ্বল মিয়ার ১ হাজার হাঁস প্রতিদিন বাড়ির সামনের গজারিয়া হাওরে বোর জমিতে খোলা খাবার খাওয়াতে আনানেওয়া করতো। প্রতিদিনের মতো ঐ দিন বোর জমিতে নামানোর ১০ মিনিটের মধ্যেই হাঁসগুলো ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে । জানা যায় (২১নভেম্বর) মঙ্গলবার সকালে খামারী উজ্জ্বল মিয়া হাঁসগুলি হাওরে ছাড়ার সময় একই গ্রামের মোঃ দুলামিঞার বোর জমিতে নেমে পানি খাওয়ার সাথে সাথেই হাঁসগুলোর মৃত্যুর ঘটনা ঘটে, এতে ক্ষতির পরিমাণ যার বাজার মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ভুক্তভোগী উজ্জল মিয়ার ভর ভাই সাবেক ইউপি সদস্য মোঃ জামাল মিয়া জানান, প্রতিদিন সকাল ৭ টার সময় আমার ভাই হাওরে হাঁস নিয়ে যায়,এবং ঐদিন দুলামিঞার ক্ষেতের উপর দিয়ে হাওরে নিয়ে যাওয়ার সময় ১০ মিনিটের মধ্যে হাঁস গুলির মৃত্যু হয়।
জমির মালিক একই গ্রামের দুলা মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমিও হাঁস মরার ঘটনার খবর পাইয়া আইছি । আমার ক্ষেতের উপর দিয়ে যাওয়ার পরেই ধরপরাইয়া মরেগেছে। উজ্জ্বলের সাথে আমার কোন শত্রুতা বা বিরুদ নাই, আমি এই ঘটনার কিছু জানিনা।
ঘটনার পরপরই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, এবং পরপরেই অনুসন্ধানে নামেন মধ্যনগর থানা পুলিশ। তদন্তকারী অফিসার এসআই মশিউর রহমান গণমাধ্যমকে জানান-আমরা অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়েছিলাম, হাঁসের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনানোগ ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।