এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ১৩ নভেম্বর রবিবার জেলা কমিটি অনুমোদন করেন। আহ্বায়ক রুহুল আমিন খান ও বিদ্যা মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে সেই সাথে মোঃ লিটন মিয়া,মোঃ সুরুজ আলী, অনিল চন্দ্র দাস,শাহজাহান মিয়া, ও সজল রায় কে সহ যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দিয়েছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুল কাদির চৌধুরী ও সদস্য সচিব আবিদুর রহমানের অনুমতিক্রমে যৌথ সাক্ষরে ১ মাস বা ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য মধ্যনগর উপজেলার সাংগঠনিক ক্ষমতা হস্তান্তর করে এ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দলিয় গঠনতন্ত্র এবং স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী, মধ্যনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মধ্যনগর নতুন আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুল কাদির চৌধুরী ও সদস্য সচিব আবিদুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলাকা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।