মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ডাক ঘর কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ হয়না জাতীয় পতাকা উত্তোলন। এবিষয়ে মধ্যনগর উপজেলা ডাকঘর কার্যালয়ের পোষ্ট মাস্টার গণেশ চন্দ্র সরকার বিষয়টি স্বীকার করে বলেন আমরা শুধু বিশেষ দিনেই পতাকা উত্তোলন করি,এছাড়া পতাকা উত্তোলন করি না। তবে বাংলাদেশে সরকারী গুরুত্বপূর্ণ অফিসের অংশ হিসেবে দাড়িয়ে রয়েছে মধ্যনগর উপজেলা ডাকঘরটিও। জনমনে প্রশ্ন উঠেছে যে, জাতীয় পতাকা উত্তোলনের বাঁধা কোথায়।
মঙ্গলবার ১০ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়াও দীর্ঘদিন পতাকা উত্তোলন না করার অভিযোগ পাওয়া গেছে। মধ্যনগর উপজেলা ডাক ঘরের পোষ্ট মাস্টার গণেশ চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি' বলেন প্রতিদিন পতাকা উত্তোলন করতে হবে, তা আমার বিষয়টি জানা নেই। আমরা পতাকা উত্তোলন ছাড়াই এভাবেই চলছে কার্যক্রম,নিয়মিত পতাকা উত্তোলনের বিষয়টি জেনে নেবো।উর্ধ্বতন কতৃপক্ষের সাথে মুঠোফোনে কথা বলে গনমাধ্যমকে উত্তর দেন জাতীয় পতাকা টাঙ্গানো ভাল,তবে আগামীকাল থেকে টাঙ্গানো হবে।
এবিষয়ে মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ রুহুল আমীন তালুকদার জানান এটি অত্যান্ত নিন্দা জনক। একজন অফিস প্রধান পতাকা উত্তোলনের বিষয় নিজেই জানেন না, অথচ সরকারী চাকুরী করেন। কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।
এবিষয়ে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশন ভূমি মোঃ অলিদুজ্জামান,গণমাধ্যমকে বলেন সরকারী যেকোন প্রতিষ্টানে অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।এছাড়াও বিষয়টি খোজ নিয়ে দেখবো।এমনটি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।