এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
মধ্যনগর বাজার সার্বজনীন পূজা মণ্ডপে দূর্গৎসব ও বৈঠাখালি পূজা মণ্ডপে, প্রতি বছরের ন্যায় এ বছরও শুভ নবমী পূজার মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী মানুষদের, দেখা গেছে নারী পুরুষের ভীড়। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের বৈঠাখালি গ্রামের শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে । বৈঠাখালি গ্রামের ঐতিহ্য বাহি তালুকদার বাড়িতে অনুষ্ঠিত শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা চলছে, পাঁচশত বছরেরও অধিক সময় ধরে। এ-ই দূর্গৎসব , নিজেদের অর্থায়ানে পরিচালিত করেন গ্রামবাসী এবং ধর্মীয় পারবন সাশ্রিক নিয়ম দ্বারায় পূজার মণ্ডপে মহা প্রশাদ বিতরণ, হিন্দু সম্প্রদায়ীক গান,নিত্য সহ বিভিন্ন বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, সাজানো হয়েছে আলোকসজ্জায় দূর্গা মণ্ডপ , মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্ম প্রাণ নারী পুরুষ ভক্তরা, মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধানিবেদন করতে এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনায়, প্রার্থনা করতে ছুটে আসেন মায়ের মন্দিরে । পূজা কমিটির সভাপতি বিকাশ তালুকদার বলেন, আমরা মা দুর্গার আশির্বাদে, এখনো মায়ের চরনে ভক্তি শ্রদ্ধা দিচ্ছ ও বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি মাত্র। সাধারণ সম্পাদক অঞ্জু তালুকদার বলেন, অর্থের অভাবে মন্দিরটি সংষ্কার করতে পরছিনা, সরকারের সহযোগীতা ফেলে আমরা আমাদের ঐতিহ্য বাহি মন্দিরটি সংস্কার করতে পারতাম!