এম এ মান্নান,মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রুই বিল হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও পুনরাকৃতিকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৫ ডিসেম্বর)সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)উজ্জ্বল রায়। এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নূর আলম নাহিদ,মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আসাদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃইউনুছ মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য মোঃ মোশারফ হোসেন আশিক,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান,সাধারণ সম্পাদক আতাউর রহমান বাশার, নান্টু সরকার,মোঃ নুরুল আমীন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায় জানান,হাওরে ফসল রক্ষা বাঁধ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে,আগামী সপ্তাহের মধ্যেই পিআইসি কমিটি গঠন করে দ্রুত উপজেলার সবকটি হাওরে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। এম এ মান্নান, ১৫.১২.২০২৪ ০৩১৮৩২৭২৮০