স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজারে এক অনাকাঙ্খিত অপ্রীতিকর ঘটনার প্রকৃত, যথার্থর্তা ও সম্পূরক তথ্যচিত্র উল্লেখ না করে মনগড়া সংবাদ প্রকাশে হেয় প্রতিপন্ন করা অপচেষ্টা চালানো হয়েছে বলে মনতব্য করেছেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত সাহা যতন।
রবিবার বিকেলে এমন মন্তব্য করে সাংবাদিক জয়ন্ত সাহা যতন বলেন-‘কোন ছেলের কু-কর্মের দায়ভার যেমন পিতার উপর বর্তায় না, তেমনি কোন ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়ভার নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি আরও বলেন- গত ১৫ সেপ্টেম্বর নৌকাযোগে কুড়িগ্রামের কয়েকটি উপজেলার ঐতিহাসিক তথ্যচিত্র সংগ্রহে যাবার পথে দুপুরে নৌকা ভ্রমণের ধারণকৃত চিত্র রাতের বেলায় কাশিমবাজারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত রেখে সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত অপ্রীতিকর ঘটনার চিত্র ব্যবহার না করায় দুপুরের ধারণকৃত চিত্র ব্যবহারে সংবাদ যথার্থতা পায়নি। এছাড়া, ঐসব প্রকাশিত সংবাদে ফরহাদুল ইসলাম বা একই সঙ্গে থাকা অন্য কোন গণমাধ্যমকর্মীর বক্তব্য উল্লেখ না করায় ঐসব গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূরক নয়। এক্ষেত্রে তিনি সংবাদের প্রতি আন্তরিকতার মাধ্যমে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংশ্লিষ্ট চিত্র মেলাতে না পারলে কোন ব্যক্তি বা স্থানের পূর্ব চিত্র ব্যবহারকালে ফাইল ফটো উল্লেখ করা দরকার। অপ্রীতিকর ঘটনা ঘটেছে রাতে। আর যে চিত্র ব্যবহার করা হয়েছে তা দুপুরের। সেক্ষেত্রে যর্থাথতা নেই বলে জানান। সাংবাদিক জয়ন্ত সাহা যতন বিগত ৪ বছর ধরে পেশাগতভাবে সাংবাদিকতায় ব্যাপক সুনামের সঙ্গে চলছেন। তাছাড়া, যেকোন ধরণের অন্যায়, মাদক, চাঁদাবাজী, অনিয়ম-দুর্নীতিসহ সমাজ ও রাষ্ট্রের যে কোন ধরণের ক্ষতিসাধনকারী ব্যক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে লড়ছেন, ভবিষ্যতেও তা চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
‘ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজী-শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ফরহাদুল ইসলাম বলেন, গায়ে লাইফ জ্যাকেট পরিহিত দেখে স্থানীয়রা প্রশাসন ভেবে নিতে পারেন। কিন্তুু তার পক্ষ থেকে তিনি ডিবি পুলিশ কেন প্রশাসনের কোন লোক বলে পরিচয় দেননি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, মোবাইল ফোনে জানতে পেয়েছি যা তা নিয়ে উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় উপস্থাপন করবো।