উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
রবিবার বিকালে মনিরামপুর পৌরসভার মধ্যে অবস্থিত বিভিন্ন ধান ও চালসহ খাদ্যদ্রব্য বিক্রির গুদামে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গরুর হাটখোলার পাশে অবস্থিত প্রতীক এন্টারপ্রাইজ, শফিকুর ট্রেডার্স, মনিরামপুর বাজারের রতন পাল স্টোর, আকরাম মোড়ের সাদ এন্টার প্রাইজে অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। আইনানুযায়ী বর্ণিত প্রতিষ্ঠানে খাদ্য নিয়ন্ত্রকের লাইসেন্স নেই। তাদেরকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হতে ইতোপূর্বে নোটিশ করা স্বত্বেও লাইসেন্স ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এ অপরাধে প্রতীক এন্টারপ্রাইজের মালিক হাফিজুর রহমান, শফিকুর ট্রেডার্সের শাহাজাহান আলী, রতন পাল স্টোর এর অশিত কুমার পাল, সাদ এন্টারপ্রাইজের মালিক হায়দার আলীকে ৫০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা সহযোগিতা করেন। মনিরামপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ আতিকুজ্জামান ও সঞ্জয় কুমার ঘোষসহ পুলিশের একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানা গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।