মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামে ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিককে মারপিট ও হুমকি-ধামকি দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাজ কুমার। অভিযোগসূত্রে জানা যায়- রাজ কুমার মনিরামপুর থানাধীন ১নং মৌজার ১২ শতক জমি ক্রয় করেন। সেই জমি রাজ কুমার প্রায় ২০ বছর ধরে ভোগদখল করে আসছে এবং একই জমি নিয়ে রাজ কুমারের সাথে, তার আত্মীয় দীপালী ও শীবের বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রায়ই দীপালী ও শীবেরা রাজ কুমার ও তার পরিবারকে মারধর করে এবং হুমকি-ধামকি দেয়। সর্বশেষ গত ১৯/০২/২৪ তারিখ বিকালে রাজ কুমার উক্ত জমিতে রেড়া দিতে গেলে, দীপালী ও শীব আরও কয়েকজনকে সাথে নিয়ে ধারালো দা, লোহার রড, জিআই পাইপ এবং বাশেঁর লাঠি নিয়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে জমিতে বেড়া দিতে নিষেধ করে। তখন গালিগালাজ করতে নিষেধ করায় রাজ কুমারকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে প্রতিপক্ষরা। এতে রাজ কুমারের ডানপাশের চোখের উপরের রক্তাক্ত জখম হয়। চিল্লাচিল্লির এক পর্যায়ে রাজ কুমারের ছোট ছেলে কার্তিক এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর জখম করে। এরপর প্রতিপক্ষরা রাজ কুমারের স্ত্রী হেনা রানী, তার ছেলের স্ত্রী স্বপনা, রুমা, সাগরের স্ত্রী বীনদাকে লোহার রড ও বাশেঁর লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে নীলাফোলা জখম করে। এসময় রাজ কুমারের ঘরের ভিতর থেকে প্রতিপক্ষরা নগদ ৮০ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও ১টি বড় মোবাইল ফোন নিয়ে যায়। এঘটনায় রামপদ, উত্তম দাস, মঙ্গল দাস, ও তপনকে স্বাক্ষী করে, মৃত আদিত্তের ছেলে রাজ কুমার বাদী হয়ে, শীবের স্ত্রী দীপালী (৩৫), প্রফুল্লর ছেলে শীবে (৪৫), ইমান সানার ছেলে সিরাজুল সানা, মাধামির ছেলে মোঃ লতিফ, মোঃ মিন্টু হোসেন, মাধামিনের ছেলে মোঃ কাদের, তুফায়েলের ছেলে সেলিমকে বিবাদী করে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারি রাজ কুমার বলেন- আমি একেরপর এক মারধরের শিকার হচ্ছি। আমি প্রশাসনে মাধ্যমে এঘটনার সঠিক বিচার চাই।