মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কর্তৃক মারপিটের শিকার হয়েছে ভাতিজা।
গত ৩ আগস্ট-২০২৩, বিকালে বিরোধী জমির উপর এ ঘটনা ঘটে। মারপিটের শিকার তৌহিদুজ্জামান (৩১) মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। তার আপন চাচা শহিদুল ইসলাম (৩৯) কর্তৃক উল্লেখিত ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম চাকলা গ্রামের মোহম্মদ আলীর ছেলে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে- মনিরামপুর উপজেলার চাকলা ১৭৯ নং মৌজার ৯৯১ নং খতিয়ানের ৬১২১, ৬১২২ নং দাগের ৪১.৩২ শতক বসত বাড়ির জমি ভোগ দখলকে কেন্দ্র করে ভাতিজা তৌহিদুজ্জামানের সাথে চাচা শহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এই জমি তৌহিদুজ্জামান ২০১৮ সালে তার পিতার নিকট থেকে ক্রয় করে এবং অদ্যবধি পর্যন্ত ভোগ দখল করে আসছে। ক্রয়সূত্রে তৌহিদুজ্জামান উক্ত জমির মালিক হওয়া সত্বেও চাচা শহিদুল ইসলাম জোর পূর্বক ওই জমি দখল করার চেষ্টা করছে।
আরও জানাগেছে- গত ৩ আগস্ট-২০২৩, বিকাল ওই জমি দখল করার জন্য চাচা শহিদুল ইসলাম জমিতে যেয়ে জমি জোর পূর্বক দখল করার জন্য জমির চারপাশ দিয়ে নেটের বেড়া দিতে থাকে। তারপর ভাতিজা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখে, জমি দখল করার জন্য জমিতে নেটের বেড়া দিতে থাকে চাচা। তখন ভাতিজা তার চাচাকে বেড়া দিতে নিষেধ করলে চাচা, ভাতিজাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে চাচা তখন ক্ষিপ্ত হয়ে ভাতিজা তৌহিদুজ্জামানকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এঘটনায় চাকলা গ্রামের জনাব আলীর ছেলে বকুল হোসেন, তবিবর খার ছেলে আফজাল হোসেনকে স্বাক্ষী রেখে মনিরামপুর থানায় চাচা শহিদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
ঘটনায় শহিদুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য, তার বাড়িতে গিয়ে তার পাওয়া যায়নি। এজন্য শহিদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তৌহিদুজ্জামান জানিয়েছেন- আমি প্রশাসনের কাছে উপরোক্ত ঘটনার সঠিক বিচার দাবী করছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।