উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
আজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ০২.০০ ঘটিকায় মনিরামপুর পৌরসভার মধ্যে অবস্থিত বিভিন্ন মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী হোটেল & রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভান্ডারে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। এ সময় পৌরসভার মধ্যে অবস্থিত ১০ টি মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী হোটেল & রেস্টুরেন্ট এ বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত দই উৎপাদন, মিষ্টান্ন ভান্ডারে পণ্যে বিক্রির মোড়কীকরণ নিবন্ধন সনদ না থাকা ও পণ্যের মোড়কে নিট পরিমান উল্লেখ না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। এ কারণে নিউ রাজিয়া হোটেলের মালিক মোঃ রজব আলী, কুটুমবাড়ি হোটেল & রেস্টুরেন্ট এর মালিক মোঃ জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল & রেস্টুরেন্ট এর মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্ট এর মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক বাসুদেব কুন্ডু, অভিনন্দন সুইটস এর মালিক নান্টু ঘোষ , সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর ব্যবস্থাপক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (১) এর মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (২) এর মালিক শিশির কুমার ঘোষ কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০০০/- পাঁচ হাজার টাকা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয়, এছাড়াও মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে বিএসটিআই এর পরিদর্শক জনাব মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও মনিরামপুর থানার এসআই কানু চন্দ্রসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।