উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিকাইল হোসেন পক্ষে রোববার (০৭ এপ্রিল) বিকালে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক মন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলার পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিকাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, হরিহরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার জহুরুল হক, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মিলন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও পশ্চিম মনিরামপুরের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপন্থিত সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ আসন্ন মনিরামপুর উপজেলা নির্বাচনে মোঃ মিকাইল হোসেনকে সমর্থন প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম।