মণিরামপুর প্রতিনিধিঃ
আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন। এই নির্বাচনে তালা মার্কায় মেম্বর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দেখা গেছে বুধবার রাতে তিনি হাট-বাজারে চায়ের দোকান সহ বাড়ি বাড়ি মানুষের কাছে ভোট চাচ্ছেন। বাদ পড়ছে না গ্রাম-মহল্লার দোকান ও নারী-পুরুষের গাল-পল্পের আসর। সাইফুল ইসলাম বলেন, আমি আশা করি জনগণ আমাকে তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদকমুক্ত পরিবেশ গঠন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাল্যবিয়ে প্রতিরোধ ব্যবস্থা, বিধবা, বয়স্কভাতা প্রদানসহ বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াবো। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ঐ ওয়ার্ডের মোঃ মফিজুর রহমান ও নূর মোহাম্মদ বলেন, সাইফুল ইসলাম একজন সৎ, যোগ্য ও কর্মট। এলাকায় তার ব্যাপক সাড়া পড়েছে। আশা করি, আমাদের প্রার্থী নির্বাচনে বিজয় লাভ করবেন। আপনার সকলে দোয়া করবেন।