উত্তম চক্রবর্তী,মণিরামপুর যশোরঃ
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকালে কাঁঠালতলা বাজার চেয়ারম্যানের অফিস কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সনদ কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত গোলদার, খলিলুর রহমান খান, নির্মল কুমার দত্ত, আব্দুল সামাদ, আবুল হাসান সানা,তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইমদাদুল হক শিহাব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগের সংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ, আবুল হাসান, সেলিম হোসেন, আজব আলী গাজী প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারও নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে গনভোজের আয়োজন করা হয়।