মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি :
অন্যায়ভাবে জোরপূর্বক কেউ যদি, মসজিদ মাদরাসা, মন্দির, গির্জা, জোর দখলে নিতে চাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশ তৎক্ষনাৎ রুখে দাড়াবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির গতকাল শনিবার ১৯ শে অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র কার্যলায় উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান আলোচনা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রধানকালে তিনি এসব কথা বলেন, তিনি আরো বললেন আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হেফাজতে ইসলাম রাউজান উপজেলার কমিটি ঘোষনা করেছিলাম আলহামদুলিল্লাহ কমিটি ঘোষণার পর অতন্ত্য সুপরিকল্পিত ভাবে সফলতা সাথে কয়েকটি কর্মসূচী সফল ভাবে উদযাপন করেছেন তাই আমি আপনাদের কে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন আপনারা বলেন আপনারা অবশ্যই জানেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কে এই জালেম ফ্যাসিবাদী সরকার ফাসিঁর কাস্টে ঝুলিয়ে শাহাদাত বরন করে ছিল। তার জন্য শুধু রাউজান বাসী নয় গোটা বাংলাদেশের মানুষ তার জন্য চোখের পানি ঝড়িয়েছে।আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী র আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তায়ালা সালাউদ্দিন কাদের ওআল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি সহ যাদের কে জালিম সরকার ফাসিঁর কাস্টে ঝুলিয়েছে তাদের বিচার হওয়ার জন্য মহান রব্বুল আলামীন এর কাছে অতিবিলম্বে প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রার্থনা করছি। যারা জুলুম করেছে হত্যা করেছে গুলি করে শাপলার ময়দানে হত্যাকরেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই তিনি আরো বলেন : প্রিয় রাউজান বাসী
আপনাদের কে একটা কথা বলে যেতে চাই রাউজানে যদি অতিথের মতো কোন ধরনের চাঁদা বাজিঁ, জুলুম নির্যাতন, কোন মসজিদ মাদ্রাসা, সংগঠণ, মন্দির গির্জা দখলে নিতে চাই তাৎক্ষণাৎ হেফাজতে ইসলাম রাউজান তাদের বিরোদ্ধে রক্ষে দাড়াবে ইনশাআল্লাহ।
উল্লেখ: হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার কার্যলায় গত১৯চে অক্টোবর শনিবার বিকাল তিনটায় রাউজান সদর ইউনিয়ন এর নাতোয়ান বাগিচাস্থ খলিলাবাদ মদিনাতুল উলুম জামে মসজিদ এর দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী ও নায়বে আমীর আবু তাহের নদবী সহ আমন্ত্রিত অতিথি এবং হেফাজতে ইসলাম রাউজান উপজেলা কমিটির সদস্য বৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।