মোঃ সবুজ খান, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মসদই উচ্চ বিদ্যালয়ের ৩০তম বার্ষিকক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের এক ব্যক্তিক্রম অনুষ্ঠানে অংশ নেন মসদই ফ্রেন্ড সার্কেল সমিতির সকল সদস্যবৃন্দ।প্রতি বছরের মতই এ বছরও মসদই ফ্রেন্ডস সার্কেল সমিতি পক্ষ থেকে মসদই উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীর মাঝে মেধা তালিকার পুরস্কার প্রদান করা হয়েছে। একই সাথে বিদায়ী মসদই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল আলাম আজাদ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করেছে মসদই ফ্রেন্ড সার্কেলের সকল সদস্যবৃন্দ। মসদই ফ্রেন্ড সার্কেলের একজন সদস্য বলেন মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি এত সুন্দর একটি মুহূর্তর সাক্ষী হতে পেরে। তারা আরো বলেন সকলেই আমাদের এ-ই মসদই ফ্রেন্ড সার্কেল সমিতির জন্য দোয়া করবেন বাকি জীবনটা যেন আমরা হাতে হাত রেখে সকলের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি। আমরা সামনে এ-ই সমিতি থেকে আরো ভালো কিছু ছাত্র-ছাত্রীদের উপহার দিতে পারি। আমাদের এই মেধা তালিকার পুরস্কার প্রতি বছরই অব্যাহত থাকবে।
আপনাদের দোয়ায় আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে গড়ে তুলবো ইনশয়াল্লাহ।